সিলেটে ৬ বছরের শিশুকে ধর্ষণ

প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০১৯
পাবলিক ভয়েস

পাবলিক ভয়েস: সিলেটের ওসমানীনগরে বিস্কুলের লোভ দেখিয়ে ৬ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। উপজেলার দয়ামীর ইউপির খাগদিওর (খাইসার কান্দি) গ্রামে ঘটনা ঘটেছে।

ধর্ষণের অভিযোগে কটাই মিয়া (৪০) নামে একজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নির্যাতিতার মা গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ওসমানীনগর থানায় একটি (মামলা নং-১৬) করেন। মামলা দায়েরের পর ডাক্তারি পরীক্ষার জন্য পুলিশ শিশুটিকে উদ্ধার করে ওইদিন রাতেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠায়।

গত ২৩ মার্চ কটাই মিয়া কর্তৃক গরিব ও অসহায় পরিবারের ৬ বছরের শিশু কন্যা ধর্ষিত হলেও ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য কিছু প্রভাবশালী শিশুর পরিবারটি যাতে আইনের আশ্রয় না নিতে পারে সে জন্য কালক্ষেপণ করে। ঘটনার ৪দিন পর এলাকার গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিরা জানতে পারলে নির্যাতিতা শিশুটির মাকে আইনের আশ্রয় নিতে বলা হয়। এরপর পুলিশ ভিকটিমকে উদ্ধার করে। অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই গৌতম সরকার বলেন, মামলার পর থেকে শিশু ধর্ষণকারী কটাই পলাতক। তাকে গ্রেপ্তারে আমরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

ওসমানীনগর থানার ওসি এসএম আল মামুন শিশু ধর্ষণের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট ওসমানী হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন