
পাবলিক ভয়েস: কুমিল্লা নগরীর রাজগঞ্জ বাজারের ৪০টিরও বেশি দোকান আগুনে পুড়ে গেছে। এতে অন্তত পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ রোববার ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কুমিল্লা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন ম্যানেজার আলমগীর হোসেন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে কুমিল্লা সদর, চান্দিনা, সদর দক্ষিণ ও ইপিজেড ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাজারের মনোহারি, কসমেটিক ও ডিমসহ বিভিন্ন পণ্যের ৪০টিরও বেশি দোকান পুড়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগুনের সূত্রপাত হতে পারে বলে ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে পুড়ে দোকানের আসবাবপত্র, মালামাল ও নগদ টাকাসহ তাদের অন্তত পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে।
এদিকে সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছেন।

