

ভোলা প্রতিনিধি॥ ভোলা-১ (সদর) আসনের সংসদ সদস্য বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান তোফায়েল আহমেদ বলেছেন, আমার একটি স্বপ্ন অপূর্ণ রয়ে গেছে। সেটি হলো ভোলা-বরিশাল ব্রিজ। ইতোমধ্যে ব্রিজটির সম্ভাবতা যাচাই হয়েছে। অর্থায়নের জন্য সেতু মন্ত্রনালয় কাজ করে যাচ্ছে। এই ব্রীজটি নির্মান হলে ভোলা হবে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র।
শনিবার দুপুরে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সদর উপজেলার ধনিয়া ও চরসামাইয়া ইউনিয়নের আওয়মিী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির রাজনীতির সমালোচনা করে তোফায়েল বলেন, এই দেশে জিয়াউর রহমান ক্ষমতায় থেকে স্বাধীনতার চেতনা ও মূল্যবোধকে ধ্বংস করেছিলো। মেজর জিয়া স্বাধীনতা বিরোধীদের রাজনীতিতে পুনঃবাসিত করেছিলো। আর খালেদা জিয়া ক্ষমতায় এসে স্বাধীনতা বিরোধীদের গাড়িতে পতাকা তুলে দিয়ে ছিলো।
তিনি আরও বলেন, বিএনপি কোনো ভিত্তির উপর জন্ম গ্রহণ করেনি তা দিনে দিনে মানুষের কাছে পরিচিতি লাভ করছে। যার কারনে বিগত নির্বাচনে মাত্র ৬টি আসন পেয়েছে। আর বিএনপি জোট পেয়েছে মাত্র ৮টি আসন।
অপরদিকে আওয়ামী লীগের জন্ম ৪৯ সালে। দীর্ঘ এ ৭০ বছর আওয়ামী লীগের অনেক উত্থান পতন হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধুকে ১৩ বছর কারাগারে বন্ধি করে রাখা হয়েছে। কিন্তু তারপরও তিনি শত্রুর সাথে আপোস করেনি।
সাবেক এ বাণিজ্যমন্ত্রী বলেন, ভোলা সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পদাক জহুরুল ইসলাম নকীব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমূখ। সভায় ভোলার দুই ইউনিয়নের কয়েক হাজার নারী পুরুষ নেতাকর্মী অংশ নেয়।
উল্লেখ্য, গত বুধবার থেকে ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে ৫ দিন ব্যাপী মতবিনিময় সভা শুরু হয়েছে। এ পাঁচ দিনে ভোলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ।