
পাবলিক ভয়েস: ঝালকাঠির রাজাপুরে আ.লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও বিদ্রোহী আনারস প্রতীকের প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে হামলা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়।
আজ শনিবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার বাগড়ি বাজারের বাজার পোল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় একটি মোটর সাইকেলে অগ্নিসংযোগ, একটি মোটর সাইকেল ভাংচুর, মঠবাড়ি ইউপি চেয়ারম্যান মোস্তফা কামালের অফিসে হামলা ও মনি মন্ডলের দোকান ভাঙচুরের ঘটনা ঘটে।
এতে ব্যবসায়ী মনি মন্ডল, আ.লীগ নেতা নান্নু, রুবেল হোসেন, রহমান, মোকাম্মেল, মিঠু হোসেন, মিলন হোসেন ও ডিমন সিকদারসহ অন্তত ১০ জন আহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নৌকা প্রতীকের কয়েকজন কর্মী ওই এলাকা থেকে আসার পথে আ.লীগের বিদ্রোহী আনারস প্রতীকের সমর্থকদের হাতাতাতির ঘটনা ঘটে। এ ঘটনা ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন ওই স্থানে গেলে সংঘর্ষ শুরু হয়। এসময় একটি মোটর সাইকেলে আগ্নিসংযোগ ও একটি দোকানে হামলার ঘটনা ঘটে।
পরে পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসের কর্মীরা পরিস্থিতি শান্ত করে। ভ্রাম্যমান আদালত ঘটনাস্থল পরিদর্শন করেন।

