

রাজধানী ঢাকার প্রাচীনতম ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান, বাংলাদেশর আলোচিত ইসলামী রাজনৈতিক ব্যক্তিত্ব মুফতী আমিনী রহ. এর স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী জামিয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগ মাদরাসার খতমে বুখারী ও দাওরায়ে হাদীস (মাস্টার্স) সমাপনি ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ৷
জামিয়ার মজলিশে শুরা কর্তৃক আয়োজনে লালবাগ শাহি মসজিদ প্রাঙ্গণে এই দস্তারবন্দি মাহফিল ও খতমে বুখারী অনুষ্ঠিত হয়।
শুক্রবার ২২ মার্চ বাদ আসর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর ফারেগিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তৃতা প্রদান করেন জামিয়ার সিনিয়র মুহাদ্দিস ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহ। এরপর ছাত্রদের পাগড়ি প্রদান করার কার্যক্রম শুরু হয়। পাগড়ি প্রদান শেষে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন জামিয়ার শায়খুল হাদিস মাওলানা হাবীবুর রহমান সাহেব (হাজী সাহেব হুজুর)। বুখারী শরিফের শেষ হাদীসের দরস এবং আখেরী মোনাজাত করেন শায়খুল হাদীস মাওলানা আব্দুল হাই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামিয়ার আসাতিজায়ে কেরাম, শুভাকাঙ্ক্ষী, ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ। এই বছর জামিয়া লালবাগ থেকে ২৩ জন হাফেজ, ৬১ জন মাওলানা এবং ৩৬ জন শিক্ষার্থী মুফতি হিসেবে পাগড়ি গ্রহণ করেন।