

বিশ্বব্যাপী জননন্দিত ইসলামিক স্কলার পাকিস্তানের মুফতি তাকি উসমানীর গাড়িবহরে হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দেওবন্দে অধ্যয়ন করা বাংলাদেশের ছাত্রদের সম্মিলিত সংগঠন “ফুযালায়ে দারুল উলূম দেওবন্দ”। সংগঠনের সভাপতি মুফতী নুরুল করীম কাসেমী এবং সাধারণ সম্পাদক মুফতী হেমায়েত উল্লাহ এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।
মুফতী নুরুল করীম বলেন, সারা বিশ্বে সর্বজনশ্রদ্ধেয় ইসলামিক স্কলার মুফতি তাকি উসমানীর গাড়ি বহরে ন্যাক্কারজনক এ হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবংযারা এ হামলা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। তিনি বলেন, মুফতি তাকি উসমানী বিশ্বব্যাপী ইসলামের প্রচার প্রসার এবং ফিকহী মাসয়ালার সমাধান প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ গ্রহণযোগ্য ব্যক্তিদের একজন। তার উপর এমন হামলা অকল্পনীয় যারা এ হামলা করেছে তারা ইসলামের ক্ষতিসাধনে লিপ্ত। পাকিস্তান সরকারের প্রতি দাবি জানাবো হামলায় সম্পৃক্ত ব্যক্তিদের অতি দ্রুত খুঁজে বের করে শাস্তির আওতায় আনার এবং মুফতী তাকি উসমানীর সার্বিক নিরাপত্তা দেয়ার।
উল্লেখ্য : উপমহাদেশের বিখ্যাত আলেমে দ্বীন ও ইসলামী স্কলার পাকিস্তানের মুফতি তাকী উসমানী সাহেবের গাড়ি বহরে আজ দুপুর তিনটার দিকে হামলার ঘটনা ঘটেছে এ হামলায় মুফতী তাকি উসমানী এবং তার স্ত্রী মিসেস তাকী উসমানী বেঁচে গেলেও নিহত হয়েছেন তার দুজন সঙ্গী এবং গুরুতর আহত হয়েছেন মুফতি তকী উসমানী ও তার স্ত্রী।
প্রসঙ্গত : ফুযালায়ে দারুল উলুম দেওবন্দ বাংলাদেশের যে সব ছাত্ররা দারুল উলুম দেওবন্দ লেখাপড়া করেছে তাদের নিয়ে গঠিত একটি সমন্বিত সংগঠন। এ সংগঠনের মাধ্যমে দারুল উলুম দেওবন্দ অধ্যায়নরত ছাত্রদের সার্বিক সুযোগ-সুবিধা দেয়া হয় এবং তাদের যে কোন সমস্যার সমাধানকল্পে কাজ করা হয়। কিছুদিন পূর্বে বাংলাদেশের কওমি মাদ্রাসার শিক্ষা কারিকুলাম নিয়ে ঢাকায় আন্তর্জাতিক সেমিনার করেছে সংগঠনটি।