সিলেট সীমান্তে খাসিয়ার গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ, মার্চ ২২, ২০১৯

পাবলিক ভয়েস: সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে কোম্পানীগঞ্জ উপজেলার দমদমা সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো. বাবুল মিয়া (১৯)। তিনি উপজেলার সীমান্তবর্তী তুরুং গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকালে উপজেলার দমদমা সীমান্তের ১ হাজার ২৬০ মেইন পিলারের দুই নম্বর সাব পিলার সংলগ্ন এলাকায় সুপারি বাগানে সুপারি পারতে যান বাবুল। এসময় খাসিয়ারা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে দমদমা সীমান্ত ফাঁড়ি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহায়তায় বাবুলের লাশ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দা হারুনুর রশিদ।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ওসি জানান, বাবুল সীমান্ত এলাকায় সুপারি বাগানে গেলে ভারতীয় খাসিয়ারা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রায় দুই মাস আগে একইভাবে আরেক যুবক খাসিয়ার গুলিতে মারা যান।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ বাবুলের লাশ উদ্ধার করতে রওনা হয়েছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

মন্তব্য করুন