 
                                       
পাবলিক ভয়েস: সিলেট সদর উপজেলায় নির্বাচনী সহিংসতায় চারজন আহত হয়েছেন।
গতকাল বুধবার (২০ মার্চ) রাতে উপজেলার মোগলগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- এলাকাটির লিলু মিয়া, তার সহোদর প্রবাসী দুলাল মিয়া, হেলাল মিয়া ও জয়নাল মিয়া। প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে দুলাল মিয়ার হাতের আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে।
স্থানীয় সূত্র জানায়, উপজেলা নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার কারণে বিএনপির কর্মী শামীম আহমদ ও তার লোকজন আ.লীগ সমর্থক লিলু মিয়ার ওপর হামলা করেন। এসময় তাকে বাচাতে ভাইয়েরা এগিয়ে এলে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে অন্যরাও আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
অবশ্য এসএমপির জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, নির্বাচনী সহিংসতা নয়, দু’পক্ষের পারিবারিক বিরোধ নিয়ে মারামারিতে চার সহোদর আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
		
