গাইবান্ধায় এবার ট্রাক চাপায় স্কুলছাত্রী নিহত

প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ণ, মার্চ ২০, ২০১৯

পাবলিক ভয়েস: রাজধানী ঢাকায় বাসচাপায় বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হবার একদিনের মাথায় নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই গাইবান্ধার সুন্দরগঞ্জে ঘাতক ট্রাকের চাপায় অষ্টম শ্রেণির ছাত্রী সুমী নামে এক ছাত্রী নিহত হয়েছেন।

এ ঘটনায় শাহানাজ আক্তার নামের নবম শ্রেণির আরেক ছাত্রী আহত হয়েছে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নিহত সুমী আক্তার উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভাদ্র গ্রামের আব্দুল গণির মেয়ে। আহত শাহানাজ আক্তার একই গ্রামের শাহ-আলমের মেয়ে। তারা দুজনেই উপজেলার করুণাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।

স্থানীয়রা জানান, আজ বুধবার সকালে তারা নিজ নিজ বাইসাইকেল যোগে ছাইতানতলা বাজারে জ্যোতি কোচিং সেন্টারে যাবার সময় শাখা মারা ব্রিজ নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঘাতক ট্রাকটি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সুমী আক্তার নিহত হয়।

করুণাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এটিএম রুহুল আমীন এতথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আব্দুর সোবহান বলেন, খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ট্রাকটি আটকের জন্য সব জায়গায় ম্যাসেজ দিয়েছি।

মন্তব্য করুন