চট্টগ্রামে ইলেকট্রনিক্স পণ্যের গুদামে আগুন

প্রকাশিত: ১০:৩৭ পূর্বাহ্ণ, মার্চ ২০, ২০১৯

পাবলিক ভয়েস: নগরের পাহাড়তলী থানাধীন সিটি গেট এলাকার একটি ইলেকট্রনিক্স পণ্যের গুদামে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১২টি গাড়ি।

আজ বুধবার (২০ মার্চ) ভোর পৌনে ছয়টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসীম উদ্দীন জানান, অ্যারোমা সিঙ্গারের গুদামে আগুন লাগার খবর পেয়ে নগরের আগ্রাবাদ, বন্দর, বায়েজিদ ও কুমিরা ফায়ার স্টেশনের ১২টি গাড়ি পাঠানো হয়।

আগুনে পুড়ে গেছে টিভি, ফ্যান, এসি, সোলার প্যানেল, আসবাবপত্রসহ বেশকিছু মালামাল। সকাল পৌনে ১০টায় আগুনে পুড়ে যাওয়া মালামাল থেকে ধোঁয়া বের হচ্ছিল।

আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে বলে জানান জসীম উদ্দীন।

মন্তব্য করুন