

কাওছার আহমেদ, পটুয়াখালী: পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ক এক কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। ‘চল সবাই শপথ করি, পরিস্কার পরিচ্ছন্ন হাসপাতাল গড়ি’।
আজ মঙ্গলবার সকালে পটুয়াখালী মেডিকেল কলেজ এর মেডিসিন ক্লাব এবং পল্লী প্রগতি সমিতির উদ্যোগে হাসপাতালের বহিবিভাগ থেকে এ কর্মসূচী শুরু করা হয়।
এ সময় হাসপাতাল পরিস্কার পরিচ্ছন্ন রাখতে পরিচ্ছন্ন কর্মীদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে পটুয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: এস এম আবুল হাসান, পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা মোঃ সাইদুজ্জামান, শিশু বিশেষজ্ঞ ডাঃ মোস্তাফিজুর রহমান, ডাঃ সিদ্ধার্থ শংকর দাস, ডা মোঃ জিয়াউল করিম, পল্লী প্রগতি সমিতির প্রধান সম্বনায়ক মোঃ এনায়েত মামুনসহ ডাক্তার, নার্স, মেডিকেল কলেজের শিক্ষার্থী ও হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।