ঈশ্বরদী অতিরিক্ত মদ পানে বাবা-ছেলের মৃত্যু

প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০১৯

পাবলিক ভয়েস: পাবনার ঈশ্বরদী রেলগেটস্থ হরিজন পল্লীতে বিয়ের অনুষ্ঠানে অতিরিক্ত বাংলা মদ পান করে একই দিনে বাবা-ছেলের করুণ মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে বাবার এবং দুপুরে ছেলের মৃত্যু হয়।

নিহতরা হলেন- ঈশ্বরদীর মেথরপাড়ার হরিজন সম্প্রদায়ের রমেশ (৬০) ও তার ছেলে সোহাগ (২৭)।

হরিজন সম্প্রদায়ের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, তাদের বাড়িতে গত দুই দিন যাবৎ বিয়ের অনুষ্ঠান চলছিল। নিজেদের তৈরি বিষাক্ত বাংলা মদ পান করে গতকাল সোমবার সকালে প্রথমে রমেশ মারা যান। দুপুরে ছেলে সোহাগও মারা যান। এই বিষাক্ত বাংলা মদ অতিরিক্ত পরিমাণে পান করার কারণেই বাবা- ছেলের মৃত্যু হয়েছে। পরে বাবা ও ছেলেকে পাশাপাশি মাটি চাপা দিয়ে সৎকার করা হয়।

ঈশ্বরদী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহীদুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, অতিরিক্ত মদ পান করার কারণেই তাদের মৃত্যু হয়েছে।

মন্তব্য করুন