
আওয়ামিলীগের বিদ্রোহী আবু তৈয়ব বিজয়ী

এম ওমর ফারুক আজাদঃ টানটান উত্তেজনা ও সংঘাতের আশঙ্কার সম্ভাবনাকে পেছনে ফেলে অবশেষে সম্পন্ন হলো ফটিকছড়ি উপজেলা নির্বাচন। আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রার্থী নাজিম মুহুরীকে বিপুল ভোটে পরাজিত করে বেসরকারীভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিদ্রোহী প্রার্থী ও সাবেক ছাত্রলীগ নেতা হুসেন মুহাম্মদ আবু তৈয়ব।
তিনি আনারস প্রতীকে বেসরকারী হিসাবে ৫৭ হাজার ৬০২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নাজিম উদ্দিন মুহুরি(নৌকা) পেয়েছেন ৪২ হাজার ৪৪১ ভোট।
১৫ হাজার ১৬১ ভোট বেশি পেয়ে এইচ এম আবু তৈয়ব বেসরকারীভাবে ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বিজয়ী হয়ে এইচ এম আবু তৈয়ব বলেন,আমি এলাকাবাসীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।সকলকে সাথে নিয়ে ফটিকছড়ির উন্নয়নে কাজ করবেন বলে জানান তিনি।