নড়াইলে নিখোঁজের ২ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১১:১৭ পূর্বাহ্ণ, মার্চ ১৮, ২০১৯

পাবলিক ভয়েস: নড়াইলে নিখোঁজের ২ দিন পর নড়াইলে সাব্বির মোল্লা (১৪) নামে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের বাড়ি পৌরসভার বিজয়পুর গ্রামে তার পিতার নাম শাহাদত মোল্লা।

গতকাল রোববার সন্ধ্যায় নড়াইল গোবরা সড়কের কাড়ারবিল থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

জানা যায়, নড়াইল পৌরসভার বিজয়পুর গ্রামের শাহাদত মোল্লার ছেলে ছাব্বির মোল্লা (১৪) ভ্যান চালিয়ে মা আন্না বেগমকে নিয়ে সংসার চালাতেন। গত ১৫ই মার্চ বিকাল ৫টার দিকে ইঞ্জিন চালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। অনেক খোঁজা খুজির পর তাকে না পেয়ে সদর থানায় তার মা একটি সাধারন ডায়েরি করেন।

গতকাল রোববার সন্ধ্যায় স্থানীয়রা নড়াইল গোবরা সড়কের কাড়ারবিলে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে সংবাদ দেয়। পরে তার মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করে পুলিশ। নিহতের মরদেহটিতে পচন ধরেছে। তার গলায় প্লাস্টিকের রশি পেচানো ছিল।

সদর থানার উপ-পরিদর্শক(এসআই) হাবিবুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন