ঠাকুরগাঁওয়ে ভোটারদের ভোটার তালিকায় নাম না থাকার অভিযোগ

প্রকাশিত: ১০:৫৮ পূর্বাহ্ণ, মার্চ ১৮, ২০১৯

পাবলিক ভয়েস: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁও সদর উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ সোমবার (১৮মার্চ) সকাল ৮টা থেকে সব কেন্দ্রে ভোটগ্রহণ শুরু চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত। কিন্তু ভোটাররা ভোট দিতে পারছে না এমন অভিযোগ করেছেন অনেক।

ভোটাররা বলে, আমরা এখান কার ভোটার কিন্তু আমাদের ভোটার তালিকায় নাম নেই, আমরা ভোট দিতে পারিছনা।

জেলার ৫টি উপজেলায় ১৯ জন চেয়ারম্যান পদে, পুরুষ ভাইস চেয়ারম্যান ২০ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোটকেন্দ্রগুলোতে আইনশৃংলা বাহিনীর কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ভোট প্রদান শেষে স্বতন্ত্র প্রার্থী আলী আসলাম জুয়েল অভিযোগ করেন প্রতিদ্বন্দী প্রার্থীর লোকজন কেন্দ্র দখলের পায়তারা করতেছেন। তবে সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হলে তিনি বিজয়ী হবেন বলে জানান।

আনারস প্রতীকের প্রার্থী সফিকুল আসলাম বলেন, চেয়ারম্যান থাকাবস্থায় এলাকায় অনেক উন্নয়ন করেছি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগন আমাকেই নির্বাচিত করবে।

ঠাকুরগাঁও জেলারর পাঁচ উপজেলায় ৯ লাখ ৯৫ হাজার ৯৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে জনপ্রতিনিধি নির্বাচন করবেন।

মন্তব্য করুন