মেহেরপুরে দু’গ্রুপের গোলাগুলিতে নিহত ১

প্রকাশিত: ১০:০৭ পূর্বাহ্ণ, মার্চ ১৮, ২০১৯

পাবলিক ভয়েস: মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা ঈদগাহ ময়দানের পাশে মাদক বিক্রেতাদের দু’গ্রুপের মধ্যে গোলাগুলিতে বুদু (৩৫) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।

গতকাল রোববার (১৭ মার্চ) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহত বুদু কাজীপুর ইউনিয়নের পীরতলা গ্রামের মধ্যপাড়া এলাকার জুরাদ আলীর ছেলে।

ঘটনাস্থল থেকে ১ কেজি গাঁজা,  ২০ বোতল ফেনসিডিল ও একটি দেশীয় ওয়ানশ্যুটার গান উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে পীরতলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ অজয় দাস এ তথ্য নিশ্চিত করে বলেন, রাত সাড়ে তিনটার দিকে গোলাগুলির আওয়াজ শুনে আমরা ঘটনা স্থলে গেলে সেখানে গুলিবিদ্ধ অবস্থায় মাদক বিক্রেতা বুদুকে পাওয়া যায়। একইসাথে ঘটনাস্থল থেকে কিছু মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গুলিবিদ্ধ বুদুকে উপজেলা মদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত বলে ঘোষণা করেন। এর আগে বুদুর নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬/৭টি মাললা হয়েছিল বলেও জানান অজয় দাস।

মন্তব্য করুন