

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ভয়াবহ হামলার ঘটনার পর সিজদা দিয়ে গোল উদযাপন করে প্রতিবাদ জানিয়েছেন এক অমুসলিম ফুটবলার। নিহতদের প্রতি সম্মান জানিয়ে শনিবার রাতে নৃশংস এ হামলার এভাবেই অভিনব প্রতিবাদ করেন নিউজিল্যান্ডের উইঙ্গার কস্তা বারবারোস।
ম্যাচ শেষে ফক্স স্পোর্টসকে বারবারোস নিজেই জানালেন তার এ সিজদা ছিল বর্বরোচিত এ হামলায় নিহতদের সম্মানে। বললেন, ‘সত্য বলতে, ভীষণ বিধ্বস্ত লাগছে। ভীষণ আবেগের দিন। তাদের (হতাহত) কাছে এটা কিছু না, কিন্তু এটা বিশেষ কিছু।’
বারবারোসের ব্যতিক্রমী এই গোল উদযাপন সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই তার এই অভিনব প্রতিবাদের প্রশংসা করছেন।
শনিবার রাতে অস্ট্রেলিয়ান ‘এ’ লিগে ব্রিসবেন রোয়ারের বিপক্ষে ২-১ গোলে জিতেছে মেলবোর্ন ভিক্টরি। মেলবোর্নের হয়ে দুটি গোলই করেছেন উইঙ্গার কস্তা বারবারোস। ২৯ বছর বয়সী নিউজিল্যান্ডের এ খেলোয়াড় ২৪ মিনিটে প্রথম গোলটি করেন। এরপর ভাবলেশহীন মুখে মাঠের মধ্যেই হাঁটু মুড়ে বসে সিজদা করেন।
এর আগে শুক্রবার তুরস্কের সুপার লিগের ফুটবলাররা তাকবির ধ্বনি দিয়ে সম্মান জানিয়েছেন নামাজরত অবস্থায় মৃত্যুবরণ করা মুসলিমদের। ফুটবল ম্যাচ শুরুর আগে দর্শকদের সঙ্গে তাকবির ধ্বনি দিয়েছেন তুর্কি ফুটবলাররা।