

পাবলিক ভয়েস: ঝিনাইদহে আ.লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ, হামলা, অগ্নিসংযোগ ও বাড়ি-ঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার গভীর রাতে সদর উপজেলার হাটগোপালপুর বাজারের দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পদ্মকর ইউনিয়নের স্থানীয় আ.লীগ নেতা সাবেক চেয়ারম্যান বিকাশ বিশ্বাস ও বর্তমান চেয়ারম্যান নিজামুল গনি লিটু গ্রুপের কর্মী-সমর্থকদের মধ্যে এ সহিংসতার ঘটনা ঘটে।
এ সময় একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেয়াসহ কমপক্ষে ২৫টি বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট চলে। ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে।
স্থানীয়রা জানায়, উভয় গ্রুপের মধ্যে গতকাল শনিবার রাত ১০টার দিকে বাড়ি-ঘর ভাংচুর ও হামলা-পাল্টা হামলার ঘটনা শুরু হয়ে দফায় দফায় তা ছড়িয়ে পড়ে হাটগোপালপুর গ্রাম-বাজার, সয়াল, ভোমরাডাঙ্গা, শ্রীফোলসহ কয়েকটি এলাকায়। রোববার গভীর রাত পর্যন্ত ঢাল-সুড়কিসহ দেশীয় অস্ত্র নিয়ে উভয় গ্রুপে এ সহিংস ভাংচুর চলে।
সংঘর্ষে মিন্টুসহ কয়েকজন আহত হয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ-র্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানা পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। এলাকায় র্যাব-পুলিশ টহল অব্যাহত রেখেছে।
এদিকে, এ ঘটনার জন্য সাবেক চেয়ারম্যান বিকাশ বিশ্বাস ও বর্তমান চেয়ারম্যার নিজামুল গনি লিটু একে অপরকে দায়ী করছে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল কনক কুমার দাস জানিয়েছেন, সংঘর্ষের খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর কয়েকটি টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এমন সহিংসতায় বাড়ি বাড়ি রেড দেয়া হবে বলে তিনি জানান।