চট্টগ্রামে আগুনে পুড়ে ৫ লাখ টাকার ক্ষতি

প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০১৯

পাবলিক ভয়েস: চট্টগ্রাম নগরীর হাটহাজারীর আলীপুরে আগুন নিয়ে শিশুদের খেলা থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দু’টি কলোনির ১৮টি কাঁচা বসতঘর পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। উদ্ধার করা হয়েছে ১০ লাখ টাকার মালামাল।

আজ শুক্রবার (১৫ মার্চ) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, দুই কলোনির কয়েকজন শিশু আগুন নিয়ে খেলছিল। সেখান থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ১৮টি বসতঘর পুড়ে গেছে।

মন্তব্য করুন