

বগুড়া জামিল মাদরাসার সাবেক প্রবীণ শিক্ষক হাফেজ লুৎফর রহমান গত রাত দুইটার দিকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় ইনতেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
হাফেজ লুৎফর রহমান আশি-নব্বইয়ের দশকে জামিল মাদরাসা বগুড়ার শিক্ষক ছিলেন বর্তমানে জামিল মাদরাসার বেশ কয়েকজন শিক্ষকই তার উস্তাদ। জামিল মাদরাসায় তিনি সবার কাছেই শ্রদ্ধা ও সম্মানের আসনে ছিলেন। জামিল মাদরাসার ছয় নম্বর রুমে থাকতেন বলে তিনি সবার কাছে “ছয় নম্বর হুজুর” হিসেবে প্রসিদ্ধ ছিলেন।
নিজের কিছু সমস্যার কারণে তিনি জামিল মাদরাসা থেকে অব্যহতি নিয়ে চলে যান কিন্তু মৃত্যু অবদি পবিত্র কোরআনের খেদমতে নিজেকে নিয়োজিত রাখতে পরবর্তীতে নাটোরের নিজ গ্রামে এমদাদুল উলুম নামে একটি মাদরাসা প্রতিষ্ঠা করে সুনামের সহিত পরিচালনা করে আসছিলেন। মৃত্যু অবধি তিনি সেই প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে নিয়োজিত ছিলেন।