বায়েজিদে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ

প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০১৯

পাবলিক ভয়েস: বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ নগর এলাকায় ছাত্রলীগের এক গ্রুপের সংঘর্ষ দুইজন আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-মিনহাজুল ইসলাম (১৬) ও পিয়াস (১৭)। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, ছাত্রলীগের ওই দুজনকে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদেরকে মাথায় কোপানো হয়েছে।

ছাত্রলীগের আহত কর্মী। বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতাউর রহমান খন্ডকার বলেন, ছাত্রলীগের দুইজন কর্মীর উপর হামলা হয়েছে। তবে কী কারণে, কারা এই হামলা চালিয়েছে খোঁজ নিচ্ছি।

স্থানীয় ছাত্রলীগ কর্মী মিজানুর রহমান রহিম বলেন, মোহাম্মদনগর এলাকায় একটি সামাজিক ক্লাব হয়েছে। সেখানে তারা খেলা করার সময় ৩৫ জনের একটি মুখোশধারী দল এসে অতর্কিত হামলা চালায়। তারা  এসময় কুপিয়ে দুজনকে আহত করে।

মন্তব্য করুন