সাফ চ্যাম্পিয়নশিপের সেমিতে বাংলাদেশের মেয়েরা

প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০১৯
ভুটানকে হারিয়ে সেমিতে পা রেখেছে বাংলাদেশের মেয়েরা।

পাবলিক ভয়েস: সাফ নারী চ্যাম্পিয়নশিপে ভুটানকে হারিয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশের নারীরা। বৃহস্পতিবার বিকেলে নেপালের বিরাটনগরের রঙ্গশালা স্টেডিয়ামে ভুটানকে ২-০ গোলে হারায় বাংলাদেশ।

নেপালের বিরাটনগরের শহীদ রঙ্গসালা স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) সাফে ভুটানের বিপক্ষে নিজেদের তৃতীয় ও সবমিলিয়ে অষ্টম জয়ের দেখা পেল গত আসরের রানার্সআপ বাংলাদেশ।

ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য কাটলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের দেখা পায় বাংলাদেশ। ৪৭ মিনিটে মিশরাত জাহান মৌসুমীর গোলে এগিয়ে যাওয়ার পর শেষ বাঁশি বাজার আগে দারুণ এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন সাবিনা খাতুন।

আগের ম্যাচেই ভুটানকে ৩-০ গোলে হারিয়ে বাংলাদেশের কাজটা সহজ করে দিয়েছিল স্বাগতিক নেপাল। এই ম্যাচে তাই জয় পাওয়াই ছিল একমাত্র উপায়। আর তাতে বেশ ভালোভাবেই সফল বাংলাদেশের গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। ফলে এক ম্যাচ বাকি থাকতেই নিশ্চিত হলো সেমিফাইনাল।

দুই ম্যাচে পরাজিত হয়ে ‘এ’ গ্রুপ থেকে বিদায় নিল ভুটান। অন্যদিকে সেমিতে বাংলাদেশের সঙ্গী নেপাল। আগামী শনিবার (১৬ মার্চ) গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নামবে সেমিফাইনাল নিশ্চিত হওয়া এই দুই দল।

মন্তব্য করুন