হাটহাজারীতে কাল ‘মুসলিম উম্মাহ’র বিপর্যয় কারণ ও প্রতিকার’ শীর্ষক সেমিনার

প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০১৯

এম ওমর ফারুক আজাদঃ খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীর শেষের দিকে আরবের নগর রাষ্ট্র মক্কায় জ্বলে উঠলো এক প্রদীপ। বিশ্ব তখন ধর্মীয় অসারতা, নৈতিক অধপতন আর জুলুমে অন্ধাকারাচ্ছন্ন। ঠিক এই সময়ে তা আলোকিত করলো বিশ্ব ধরিত্রীকে। প্রদীপটি হচ্ছে রাসুলে আরাবী মুহাম্মাদ সাঃ আর তার ধারিত আলো হচ্ছে চির শান্তি আর মুক্তির জীবন ব্যবস্থা ইসলাম।

সেই থেকে বারোশো শতাব্দী পর্যন্ত অর্ধ পৃথীবির মানুষের মাঝে সাম্য-মুক্তি-স্বাধীনতা আর কল্যাণের বার্তা নিয়ে শাসন করেছে এই দীনে ইসলামে দীক্ষিত রাষ্ট্র নায়কগণ। যাদের বলা হতো খলিফা। খেলাফতে রাশেদার পতনের পরেও মোগল ও ওসমানী সালতানাতকে ঘিরেও ১৯২৯ সাল পর্যন্ত মুসলিমরা শাসন করেছে পৃথীবির অনেক ভূখন্ড।

কিন্তু ধীরে ধীরে মুসলিম উম্মাহর ঈমান, চরিত্র ও নৈতিক অধঃপতনের কারণে এই বীরের জাতিকে সমূলে উৎপাদনে ধেয়ে আসে ক্রুসেডীয় জঙ্গিগোষ্ঠী। তারা ধীরে ধীরে করায়ত্ত করে নেয় মুসলমানদের দ্বীতিয় কিবলা বায়তুল মাকদিসসহ অনেক ভূখন্ড। জাতিয়বাদের ধুম্রজাল বিস্তার করে ওসমানি সালতানাতকে করে খন্ড বিখন্ড। সেই থেকে শুরু মুসলিমদের হারানো আর পতনের তালিকা ছোট নয়।

কী কারণে আজ একশোবছর পরও বিশ্বে মুসলমানরা নির্যাতিত, কেনো মাথা তুলে দাড়াতে পারছে না কোথাও। এর কারণ কি, কিইবা তার প্রতিকার। এই আলোচ্য বিষয়গুলোর সম্যক পর্যালোচনা ও চিত্রায়ণকে সামনে রেখেই আগামীকাল (১৪ মার্চ) চট্টগ্রামের হাটহাজারীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে “মুসলিম উম্মাহর বিপর্যয়, কারণ ও প্রতিকার” শীর্ষক সেমিনার।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন হাটহাজারী সাংগঠনিক জেলার ব্যবস্থাপনায় হাটহাজারীস্থ মডেল থানার সামনে জেলা পরিষদ অডিটরিয়ামের এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর আল্লামা আব্দুল হক আজাদ ও প্রধান বক্তার বক্তৃতা উপস্থাপন করবেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ।

এতে নির্ধারিত বিষয়ের আলোকে আলোচনা উপস্থাপন করবেন দারুল উলুম হাটহাজারীর সিনিয়র শিক্ষক মাওলানা ইয়াহইয়া, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, দাওয়াহ বিভাগীয় প্রধান মাওলানা আব্দুল্লাহ নজীব, চট্টগ্রাম দারুল মা’আরিফ আল ইসলামিয়ার ভাইস প্রিন্সিপাল ড. আল্লামা জসিম উদ্দীন নদভী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগি অধ্যাপক মুহাম্মদ শহিদুল হক, আরবী বিভাগের অধ্যাপক হুমায়ুন কবীর কালভী, রাজনৈতিক বিশ্লেষক সগীর আহমদ চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম উত্তরজেলা সভাপতি মাওলানা আতিক উল্লাহ বাবুনগরী, ইঞ্জিনিয়ার রফিক, যুবনেতা মামুনুর রশিদ প্রমুখ বিদগ্ধ আলোচকবৃন্দ।

এছাড়াও আলোচ্য বিষয়ের আলোকে বিশেষ প্রবন্ধ পাঠ করবেন প্রবন্ধকার ও ইসলামী রাজনীতি বিশ্লেষক শেখ মুহাম্মদ সাইফুল ইসলাম।

সেমিনার শেষে শীর্ষ সাংস্কৃতিক সংগঠন কলরবের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনাও হবে বলে নিশ্চিত করেছেন ইশা ছাত্র আন্দোলন হাটহাজারী সাংগঠনিক জেলা সভাপতি মুহাম্মদ আমিরুল ইসলাম।

মন্তব্য করুন