নওগাঁয় যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০১৯

পাবলিক ভয়েস: নওগাঁ সদর উপজেলায় নিখোঁজের একদিন পর শাকিব (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (১৩ মার্চ) সকালে উপজেলার বাগবাড়ী গ্রাম থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। শাকিব একই গ্রামের মামুনুর রশিদের ছেলে।

নওগাঁ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনাম মোল্লা জানান, শাকিবের পরিবারের দাবি গতকাল মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন শাকিব। আজ বুধবার সকালে শাকিবের বাবা বাড়ির পাশে তাদের নিজস্ব মোটরসাইকেল মেকানিক্যাল দোকান খুলে ছেলের মরদেহ দেখতে পান।

খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন দেখে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন