চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, মার্চ ১২, ২০১৯

পাবলিক ভয়েস: প্রাইভেটকার ও বাসের ধাক্কায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে ভাটিয়ারি ও নগরের বহদ্দারহাট এক কিলোমিটার এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু হিরা মনি (৩)বহদ্দারহাট এক কিলোমিটার এলাকার মেজ মিয়া কলোনির মো. ইউসুফের মেয়ে। তবে ভাটিয়ারি এলাকায় বাসের ধাক্কায় নিহত রিক্সা চালকের পরিচয় পাওয়া যায়নি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারি উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, দুপুর তিনটার দিকে বহদ্দারহাট এলাকায় কারের ধাক্কায় আহত এক শিশুকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। বাসার সামনে খেলার সময় তাকে কার ধাক্কায় বলে পরিবার জানিয়েছে।

তিনি আরও বলেন, ভাটিয়ারি থেকে আহত অবস্থায় আনুমানিক ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। পরে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করে। পরিচয় পাওয়া না গেলেও সে রিক্সাচালক বলে জানা গেছে। তার পরনে সাদা শার্ট ও জিন্স প্যান্ট রয়েছে।

মন্তব্য করুন