

পাবলিক ভয়েস: বাংলাদেশের সীমানা পেরিয়ে এবার দেশের বাইরে যাচ্ছে চিন্তাশীল লেখক ও মিডিয়াকর্মী হাবিবুর রহমান মিছবাহ’র লিখিত বইগুলো। ব্যক্তিগতভাবে বিভিন্ন দেশ থেকে— বইয়ের ওয়ার্ডার হলেও, এখন প্রবাসে বসেই হাতে হাতে বই কিনতে পারবেন ইউ. এ. ই’র প্রবাসী বাংলাদেশীরা।
পাঠকপ্রিয়তায় শীর্ষে থাকা “বদলে যাও বদলে দাও” ও “নিউ ভার্সন অব লাভ” ৭ দেরহাম এবং “রোহিঙ্গা শিবিরের অলিগলি” ও “পাশ্চাত্যের মোকাবেলায় নববী আদর্শ” ৫ দেরহামে কিনতে পারবেন আরব আমিরাতের প্রবাসী বাংলাদোশীরা।
এছাড়াও দুবাই’র কারামা, সোনাপুর, আলকুছ ও দেরা দুবাই থেকে সরাসরি সংগ্রহ করা যাবে বইগুলো। অন্যান্য জায়গা থেকেও কুরিয়ার সার্ভিসযোগে সংগ্রহ করা যাবে৷
ওয়ার্ডার নেওয়া হবে ২০ মার্চ ২০১৯ পর্যন্ত।
ওয়ার্ডার করতে -০৫২৯২৪১৭৪৭- এই নাম্বারে কল করুন।
উল্লেখ্য যে, ২০ ও ২১ মার্চ— দুবাই জারওয়ানী মসজিদে সরাসরি লেখকের হাত থেকে অটোগ্রাফসহ বই সংগ্রহ করা যাবে।