সকল বিরোধী ছাত্র সংগঠন ও নুরুল হক নুরের জন্য পিনাকির জরুরী পরামর্শ

প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, মার্চ ১২, ২০১৯

পাবলিক ভয়েস: বিশিষ্ট ব্লগার ও বিশ্লেষক পিনাকি ভট্টাচার্জ সকল বিরোধী ছাত্র সংগঠন ও নুরুল হক নুরের জন্য জরুরী পরামর্শ দিয়েছেন। তিনি তার এক ফেসবুক পোস্টে লিখেন-

১) নুরকে প্রথমে নির্বাচন বর্জনকারী সকল সংগঠনের সাথে বৈঠক করতে হবে।

২) ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাথেও মিটিং করতে হবে। বাম দলগুলোর ইশা ছাত্র আন্দোলনের বিষয়ে প্রেজুডিস ঝেড়ে ফেলতে হবে।

৩) নুর সকলকে বলতে পারে, আসেন ছাত্রলীগকে বাদ দিয়ে ‘গণতান্ত্রিক শিক্ষা আন্দোলন’ নামে সকলকে নিয়ে একটি বৃহত্তর শিক্ষার্থী সংস্থা গড়ি। সেই সংস্থার পক্ষ থেকে ‘সংবাদ সম্মেলন’ করে আমি এই ফলাফল প্রত্যাখ্যান করবো।

৪) সেই ‘সংবাদ সম্মেলন’ থেকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ডাকসু নির্বাচনের দাবীতে আন্দোলনের কর্মসূচী দেয়া হবে।

৫) প্রথম কর্মসূচী হবে, ডাকসু নির্বাচন নিয়ে এতো বড় প্রহসনের প্রতিবাদে বৃহস্পতিবার ঢাকা মহানগরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী ধর্মঘট। সকল ছাত্র সংগঠনের ওপর নুর তার নেতৃত্ব ও কর্তৃত্ব এভাবেই প্রতিষ্ঠিত করুক। অন্যান্য ছাত্র সংগঠন নুরের পাশে দাড়ান। সব ভেদাভেদ ভুলে, বৃহত্তর ও ব্যাপক ঐক্য গড়ে তুলুন। আমরা যে ভয়াবহ ফ্যাসিবাদী শাসনের কবলে পড়েছি তা থেকে উত্তরনের জন্য এছাড়া কোন বিকল্প রাস্তা নেই। এই ঐতিহাসিক সময়কে সতর্কতার সাথে কাজে লাগান।

মন্তব্য করুন