

সিলেটের জামেয়া ক্বাসিমুল উলূম দরগাহ মাদরাসার মুহতামিম মাওলানা মুফতি আবুল কালাম জাকারিয়ার মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ, সহ-সভাপতি এম. হাসিবুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ মুস্তাকিম বিল্লাহ।
নেতৃবৃন্দ বলেন, মুফতি আবুল কালাম যাকারিয়া সিলেট দরগাহ মাদরাসায় দীর্ঘদিন প্রধান মুফতি, শায়খে ছানি ও মুহতামিমের দায়িত্ব পালন করেন। তিনি দাওয়াতুল হক বাংলাদেশ সিলেট জেলার আমীর ছিলেন এবং দাওয়াতুল হকের আমীর ও যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম আল্লামা মাহমূদুল হাসান এর অন্যতম খলিফা ছিলেন।
মুফতি আবুল কালাম জাকারিয়ার জন্ম ১৯৫৬ সালের ১৫ মার্চ সুনামগঞ্জ জেলায়। পড়ালেখা করেন দরগাহ মাদরাসায়। সিলেট শাহজালাল রহ. দরগাহ মসজিদ ও আম্ভরখানা জামে মসজিদে খতিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তিনি খলিফায়ে মাদানি আল্লামা আব্দুল হক শায়খে গাজিনগরী রহ. এর জামাতা। তিনি ৩ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। আজ বিকেল ৫ টার দিকে হাসপাতালে নেয়ার পথে ৬৩ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।
মুফতি আবুল কালাম জাকারিয়ার নামাজে জানাজা ১২ মার্চ মঙ্গলবার সকাল ১১ টায় সিলেট আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে।
নেতৃবৃন্দ মহান এ আলেমের ইন্তেকালে মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গসহ তাঁর সকল ছাত্র,ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন। আমিন