সবাইকে ডেকে চলে গেলেন তিনি

প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, মার্চ ১১, ২০১৯

সিলেটের দরগাহ মাদরাসার মুহতামিম, মাওলানা মুফতী আবুল কালাম জাকারিয়া ইন্তেকাল করেছেন।

সিলেটের জামেয়া ক্বাসিমুল উলূম দরগাহ মাদরাসার মুহতামিম, মাওলানা মুফতী আবুল কালাম জাকারিয়া ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)

জামিয়া দরগাহ’র সিনিয়র শিক্ষক ও সহকারি মুফতি আতাউল হক জালালাবাদী পাবলিক ভয়েসকে জানান, মুফতী আবুল কালাম জাকারিয়া প্রতিদিনের ন্যায় আজও ছাত্রদের ক্লাশ করিয়েছেন। তাছাড়া আজ আসর নামাজের পর দরগাহ মাদরাসার শিক্ষকদের মিটিং ডেকেছিলেন। শিক্ষকদের সবাই এসে উপস্থিতও হয়েছেন মিটিংয়ের জন্য। কিন্তু আসরের আজানের কিছুক্ষণ পর তিনি হঠাৎ বুকে ব্যথা অনুভব করছেন বলে জানান সবাইকে। অবস্থা দেখে মনে হয়, তাঁর হার্ট অ্যাটাক হয়েছে। ততক্ষনাৎ তাকে হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স ডেকে আনা হয়। এবং হাসপাতালে নেয়ার পথেই তিনি চলে যান  অনন্তকালের পথে না ফেরার দেশে।

উল্লখ্যে যে, মুফতী আবুল কালাম জাকারিয়া দাওয়াতুল হক বাংলাদেশের সিলেট জেলার আমীর ছিলেন। এছাড়াও তিনি ছিলেন দাওয়াতুল হকের আমীর ও গুলশান আজাদ মসজিদের খতিব আল্লামা মাহমূদুল হাসান এর অন্যতম খলিফা।

সিলেটের খ্যাতিমান এ আলেম দীনের ইন্তেকালে সর্বত্র নেমে এসেছে শোকের ছায়া।

একি সূত্রে জানা যায়, আগামীকাল সকাল ১১ ঘটিকায় সিলেট আলীয়া মাদরাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।

আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি।

মন্তব্য করুন