

পাবলিক ভয়েস: বগুড়ায় মাইক্রোবাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত পাঁচজন। আজ শনিবার সন্ধ্যায় বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি উপজেলার মুরইল বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
আদমদীঘি থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- দুপচাঁচিয়ার গুনাহার চান্দাইলের জসিম উদ্দীনের ছেলে সিএনজি চালক আফজাল (৪৫), আদমদীঘি উপজেলার সান্তাহার নামাপৌঁওতা গ্রামের মৃত উজির উদ্দীনের ছেলে শহিদুল ইসলাম (৬৪) ও মুরইল শেরপুর গ্রামের সিএনজি যাত্রী মৃত জগন্নাথ সাহার ছেলে শ্যামল সাহা (৫৪)।
আহতরা হলেন- আদমদীঘির শিবপুরের নূরুল ইসলামের ছেলে আলহেজ (৩৩), দিনাজপুরের ওষুধ বিক্রয় প্রতিনিধি আনছার আলীর ছেলে সোহেল (৪০), দুপচাঁচিয়ার গুনাহার সিংড়ার মহসিন আলীর ছেলে রাশেদুল ইসলাম (৩৪), কোচকুড়ি গ্রামের মৃত ইছাহাক আলীর ছেলে আফজাল হোসেনসহ পাঁচযাত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁ থেকে ছেড়ে আসা বগুড়াগামী যাত্রীবাহী একটি মাইক্রোবাস মহাসড়কের আদমদীঘির মুরইল পূর্ব বাজার এলাকায় পোঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি সিএনজিচালিত অটোরিকিশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন আরও পাঁচজন। আহতদের প্রথমে আদমদীঘি হাসপাতালে নিয়ে আসা হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।