

জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ী মাদরাসায় প্রতিবছর দাওয়াতুল হকের ইসলাহী ইজতেমা অনুষ্ঠিত হয়
বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল যাত্রাবাড়ী বড় মাদ্রাসায় অনুষ্ঠিত আল্লামা মাহমূদুল হাসান সাহেবের তত্ত্বাবধানে পরিচালিত দাওয়াতুল হক-এর ইজতেমা বিষয়ে এক মন্তব্যে বলেন, “দাওয়াতুল হকের ইজতেমায় সুন্নতের চর্চা দেখে আমি অভিভূত হয়েছি”
তিনি বলেন, দাওয়াতুল হকের ইজতেমায় আমি বেশ কয়েকবার অংশগ্রহণ করেছি, এমনিতেও আলেম-ওলামাদের সঙ্গে আমার উঠবস আছে তবে মজলিসে দাওয়াতুল ইজতেমায় অংশ নিয়ে আমার ভালো লেগেছে ।এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এর আলোচনা এবং সবার ব্যক্তিগত জীবনে এর চর্চা দেখে আমি অনুপ্রাণিত হয়েছি। ইজতেমায় অংশ নেয়া আলেম-ওলামা ও ছাত্র শিক্ষকদের সুন্নাতের চর্চা করতে দেখে আমার ভালো লেগেছে।
তিনি বলেন, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে দাওয়াতুল হকের এমন ইজতেমা চালু করা প্রয়োজন এর ফলে মানুষের মাঝে ইসলামের ব্যবহারিক জীবনে সুন্নাতের আমলের চর্চা গড়ে উঠবে।