

পাবলিক ভয়েস: নড়াইল জেলার নড়াগাতিতে ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরো দু’জন।
আজ শনিবার (৯ মার্চ) দুপুরে নড়াগাতি উপজেলার বাগুডাঙ্গার বটতলা এলাকায় চাপাইল-কালিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- নড়াগাতির যোগানিয়া গ্রামের মিলন ঘোষের ছেলে বিপ্লব ঘোষ (১৬) ও একই এলাকার অজিত বিশ্বাসের ছেলে বাঁধন বিশ্বাস (১৭)।
এ দুর্ঘটনায় এরশাদ মীরসহ (১৮) আহত দু’জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরশাদ ট্রাকের হেলপার বলে জানা গেছে। আহত অপরজনের নাম জানা যায়নি।
নড়াগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবির জানান, বিপ্লব ও বাঁধনসহ তিনজন একটি মোটরসাইকেল ভাড়া নিয়ে ঘুরছিল। দুপুরে তারা বাগুডাঙ্গার বটতলা এলাকার সংযোগ সড়ক থেকে চাপাইল-কালিয়া সড়কে ওঠার সময় একটি দ্রুতগামী ট্রাক তাদের চাপা দে এতে মোটরসাইকেলের তিন আরোহী এবং ট্রাকের হেলপার গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাশের গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। এসময় সেখানে দায়িত্বরত চিকিৎসক বিপ্লব ও বাঁধনকে মৃত ঘোষণা করেন।