

চলছে ২৪ তম মারকাজি ইজতেমা
আজ ৯ মার্চ রাজধানী ঢাকার জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া যাত্রাবাড়ি মাদরাসায় মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের ২৪তম মারকাজি ইজতেমা চলছে। সকাল ৯.০০টা থেকে শুরু হয়ে এ ইজতেমা কার্যক্রম চলবে রাত ৯টা ১০টা পর্যন্ত।
সারাদেশ থেকে আগত আলেম ওলামা ত্বলাবাদের পদভারে এখন মূখরিত যাত্রাবাড়ি বড় মাদরাসা প্রাঙ্গণ। ইজতেমায় আগতদের উদ্দেশ্যে ইসলাহী বয়ান করবেন আল্লামা মাহমূদুল হাসানসহ দেশের বরেণ্য উলামায়ে কেরামগন। ঢাকার বেশিরভাগ বড় মাদরাসাসমূহ থেকেই উলামায়ে কেরামগন এখানে উপস্থিত হয়েছেন। উপস্থিত আছেন ঢালকানগরের পীর সাহেব মাও. জাফর আহমেদ সাহেবসহ থানবী সিলসিলার সাথে সস্পৃক্ত ওলামায়ে হযরতগন। এর বাইরেও বরেণ্য উলামায়ে কেরামগণ এখানে উপস্থিত হয়েছেন।
প্রতি বছর ঢাকার যাত্রাবাড়ি বড় মাদরাসা প্রাঙ্গণে আল্লামা মাহমুদুল হাসানের তত্ত্বাবধানে এ ইসলাহী ইজতেমা অনুষ্ঠিত হয়।