
পাবলিক ভয়েস: লালমনিরহাটে ট্রাকের চাপায় ফারুক হাসান রুবেল (৩০) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (৭ মার্চ) দিনগত রাতে লালমনিরহাট সার্কিট হাউজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারুক আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের খাতাপাড়া (মাজার) এলাকার মৃত আবুল হোসেন মাস্টারের ছেলে। তিনি লালমনিরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, শহরের সার্কিট হাউজের সামনের ফুটপাত দিয়ে বাসায় যাচ্ছিলেন ফারুক। এসময় রংপুর থেকে বুড়িমারীগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
		
