আজ থেকে জমিয়তুল ফালাহ ময়দানে চরমোনাইর নমুনায় দীনি মাহফিল শুরু

প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, মার্চ ৭, ২০১৯

আজ বৃহস্পতিবার (৭মার্চ) থেকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জমিয়তুল ফালাহ ময়দানে চরমোনাই মাহফিলের নমুনায় তিন দিনব্যাপী বার্ষিক দীনি ওয়াজ মাহফিল শুরু হচ্ছে। আজ ৭ মার্চ থেকে শুরু হয়ে এ মাহফিল চলবে ৯ মার্চ শনিবার পর্যন্ত।

মাহফিল উপলক্ষে চট্টগ্রামে চরমোনাই তরিকার প্রথম সারীর বেশিরভাগ মুরুব্বীরা। চরমোনাইর বর্তমান পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ রেজাউল এবং নায়েবে আমীর মুফতী সৈয়দ ফয়জুল করীমসহ দেশবরেণ্য উলামায়ে কেরামগন এ প্রোগ্রামে উপস্থিত থাকবেন বলে জানিয়েছে মাহফিল কর্তৃপক্ষ।

তাসাউফভিত্তিক আধ্যাত্মিক ও আর্থ-সামাজিক ধর্মীয় সংগঠন “বাংলাদেশ মুজাহিদ কমিটি”র উদ্যোগে ঐতিহাসিক চরমোনাই বার্ষিক মাহফিলের নমুনায় প্রধান অতিথি হিসেবে পীর সাহেব চরমোনাই উপস্থিত থাকবেন।

মাহফিল কর্তৃপক্ষ জানিয়েছে, ঐতিহ্যবাহী চরমোনাইযের বার্ষিক মাহফিলের নমুনায় কিছু নির্দিষ্ট কার্যক্রম ছাড়া তিন দিনের পুরো সময় দেশের বরেণ্য ওলামায়ে কেরাম ও পীর মশায়েখগণ ধর্মীয় বিষয়ে গুরুত্বপূর্ণ বয়ান এবং সরাসরি পীর সাহেব চরমোনাইয়ের তত্ত্ববধানে তা’লীম-তারবিয়া ও জিকির-আজকার অনুষ্ঠিত হবে।

মাহফিলের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) সকালে বাদ ফজর এবং বিকেলে বাদ মাগরিব জিকর পরিচালনাসহ দিনে দুটো বয়ান পেশ করবেন। চরমোনাইয়ের মাহফিলের ঐতিহ্য অনুসারে পীর সাহেব চরমোনাই দিনে দুটো করে এবং ৩১ ডিসেম্বর সকালের আখেরি মুনাজাতের বয়ানসহ মাহফিলে মোট ৭টি বয়ান পেশ করবেন বলে আশা করা হচ্ছে।

মাহফিলে বিশেষ অতিথি হিসেবে নায়েবে আমীরুল মুজাহিদীন মুফতী সৈয়দ ফয়জুল করীম, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, জামিয়া ইসলামিয়া পটিয়ার প্রধান পরিচালক আল্লামা মুফতি আবদুল হালীম বুখারী, জামিয়া জিরি মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ মুহাম্মদ তৈয়ব, জামিয়া দারুল মাআরিফ আল-ইসলামিয়া চট্টগ্রামের মহাপরিচালক আল্লামা সুলতান যওক নদভী, মাওলানা মুসাদ্দিক বিল্লাহ আল-মাদানী ও দেশবরেণ্য ওলামায়ে কেরাম ও পীর-মাশায়েখ তশরীফ আনবেন।

মাহফিলে প্রতিবারের ন্যায় এবারও খাস পর্দা সহকারে মহিলাদের বয়ান শোনার জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে।

বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্টগ্রাম জেলা সদর (সভাপতি) মাওলানা হাফেজ মাসুম বিল্লাহ ও সেক্রেটারি আলহাজ মুহাম্মদ আল হেলাল মাহফিলে চট্টগ্রামের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলিম ভাই এবং মুহরমসহকারে মুসলিম মা-বোনদের মাহফিলে অংশ নিয়ে দুনিয়া ও আখেরাতে আল্লহর সন্তুষ্টি লাভের আহ্বান জানিয়েছেন

মন্তব্য করুন