

শেখ নাসির উদ্দিন, খুলনা: তাবলিগ জামাতের দুই গ্রুপ বিবাদে লিপ্ত হওয়ায় আগামী ১৪-১৬ মার্চ খুলনা জেলার রূপসায় অনুষ্ঠিতব্য ইজতেমা স্থগিত করেছে খুলনা জেলা পুলিশ। এর আগে গতকাল বুধবার দুপুরে প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে ইজতেমা বর্জনের আহ্বান জানিয়েছিলেন খুলনার উলামায়ে কেরাম ও আলমী শুরা সদস্যরা।
মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া লিখিত বক্তব্যে বলেন, গত বছর ১ ডিসেম্বর বিশ্ব ইজতেমা মাঠে নিরীহ তাবলীগের সাথী ও আলেম উলামাদের উপরে নির্মম ও বর্বরচিত হামলা চালিয়ে সহস্রাধিক সাথীকে আহত করা হয়। পঙ্গুত্ববরণ করে মানববেতর জীবনযাপন করছে অনেক সাথীরা।
যা তাবলীগের ইতিহাসে কলঙ্কিত অধ্যায়। হামলাকারীদের একটি গ্রুপ আগামী ১৪, ১৫ ও ১৬ মার্চ খুলনার রূপসার জাবুসায় জেলা ইজতেমার নামে একটি বিভ্রান্তিকর অনুষ্ঠানের আয়োজন করছে। যা তাবলীগ জামাতের চলমান সংকটকে তীব্র থেকে তীব্রতর করবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
ওই গ্রুপের শীর্ষ নেতার নাম উল্লেখ করে তিনি বলেন, কোরআন সুন্নাহ বহির্ভূত কিছু বিভ্রান্তিকর ও আপত্তিজনক বক্তব্যের কারণে ভারতের দারুল উলুম দেওবন্দসহ সারা বিশ্বের আহলে হক উলামায়ে কেরাম তার বিপক্ষে এবং কোরআন ও সুন্নাহ’র পক্ষে অবস্থান নিয়েছেন।
এসব কারণে খুলনা জেলার সর্বস্তরের উলামায়ে কেরাম, তাবলীগের সাথী ও সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের সাথে রূপসার ইজতেমার সাথে কোন সম্পর্ক নেই। খুলনার ইমাম ও আলেমগনের সর্বসম্মত সিদ্ধান্ত; তারা ওই ইজতেমায় অংশ গ্রহণ করবেন না। তাই খুলনাসহ পার্শ্ববর্তী এলাকার ধর্মপ্রাণ মুসলমানদেরও ওইসব পথভ্রষ্ট ও ভ্রান্ত মতবাদীদের থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
পরিশেষে তিনি বলেন, টঙ্গীর বিশ্ব ইজতেমার পর জেলায় জেলায় ইজতেমা করার কোন নজির তাবলীগের ইতিহাসে নেই। খুলনার উলামায়ে কেরাম ও আলমী শুরার সাথীগণ পক্ষে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাওলানা নাসির উদ্দিন কাসেমী, ধর্মমন্ত্রীর ভাই হাফেজ মাওলানা মুহাম্মদ মুছা, খুলনা তাবলীগ জামাতের শুরা সদস্য আলহাজ্ব কাজী তারেক, মুফতি গোলামুর রহমান, মুফতি শরীফ মাশহুদুর রহমান, মুফতি মাহমুদ, মুফতি মাঞ্জুর আহমাদ, মাওলানা হাসান জামিল ও মাওলানা তাফসির প্রমুখ।
এ ব্যাপারে খুলনা জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ রাতে বলেন, এ বিব্রতকর পরিস্থিতিতে ১৪ মার্চ ইজতেমা স্থগিত করা হয়েছে। পরে সবাইকে নিয়ে বৈঠক করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, আগামী ১৪ মার্চ থেকে রূপসা খানজাহান আলী (রহঃ) সেতুর বাইপাস সড়কে রূপসার জাবুসায় ফারুক জুট মিল চত্বরে তিন দিনব্যাপী জেলা ইজতেমার আয়োজন করে মাওলানা সাদ অনুসারীরা।