

পাবলিক ভয়েস: ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয়ে পাটুরিয়াগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় পিকআপ ভ্যানে থাকা দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
আজ বুধবার (৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিবালয় উপজেলার মুশুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শিবালয় উপজেলার কেশবপট্টি এলাকার আব্দুর রশিদের ছেলে আব্দুল লতিফ (৪০) এবং একই উপজেলার বাকলা গ্রামের ফেলু শেখের ছেলে মুন্নাফ শেখ (৪২)।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আমীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ধ্যার পরে একটি পিকআপ ভ্যানে করে কয়েকজন নির্মাণ শ্রমিক আরিচার দিকে যাচ্ছিল। এসময় পেছন দিক থেকে একটি যাত্রীবাহী বাস ওই পিকআপ ভ্যানটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় পিকআপে থাকা লতিফ ও মুন্নাফ শেখ মারা যান। এ দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছে।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান এসআই আমীর হোসেন।