

পাবলিক ভয়েস: সড়কে বিআরটিএ’র মোবাইল কোর্টের মাধ্যমে ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত ১০ বছরে ২৩ কোটি ২৬ লাখ টাকা জরিমানা আদায় হয়েছে বলে জানানো হয়েছে সংসদে।
আজ মঙ্গলবার (৫ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে আ.লীগের সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানানো হয়।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকলেও তার এ উত্তর পূর্বনির্ধারিত ছিল।
পূর্বনির্ধারিত প্রশ্নের লিখিত উত্তরে সেতুমন্ত্রী বলেন, রাজধানী ঢাকার যানজট নিরসন ও দুর্ঘটনা কমাতে জাল/ভুয়া ড্রাইভিং লাইসেন্সধারী গাড়িচালক, যান্ত্রিক ত্রুটিপূর্ণ, রংচটা, চটনা ওঠা, ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রচারণাসহ এসবের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হচ্ছে।
বিআরটিএ’র পক্ষ থেকে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে ২০০৯ থেকে ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত ২০২১১৪টি মামলায় ২৩২৬২৭৩৫৯ ২৩ কোটি ২৬ লাখ ২৭ হাজার ৩শ ৫৯ টাকা জরিমানা আদায় ৩ হাজার ৬শ ১৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৫৯শ ১৯টি যানবাহন ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন সড়ক ও জনপথ অধিদফতরের আওতাধীন দেশের বিভিন্ন মহাসড়কে পাকা সড়ক সংলগ্ন কিছু অব্যবহৃত ভূমিতে অসাধু ব্যক্তিরা দোকানপাট বা বাজার তৈরি করেছেন। সড়ক ও জনপথ অধিদপ্তরের পক্ষ থেকে প্রতিনিয়তই এসব অবৈধ দখল রোধে মনিটর করা হচ্ছে। ইতোমধ্যে অবৈধভাবে দখল করা ভূমি উদ্ধার কার্যক্রম নিয়মিত পরিচালিত হচ্ছে। তথ্য পাওয়া বা নজরে আসা মাত্র অবৈধ দখল করা ভূমি উদ্ধার কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।