জামালপুরে ব্রিজের রেলিং ভেঙে মাইক্রোবাস নদীতে, নিহত ১

প্রকাশিত: ১০:০২ পূর্বাহ্ণ, মার্চ ৪, ২০১৯

পাবলিক ভয়েস: জামালপুরের মাদারগঞ্জে গুনারিতলা ব্রিজের রেলিং ভেঙে একটি মাইক্রোবাস নদীতে পড়ে চালক রুহুল আমীনের (৪০) মৃত্যু হয়েছে।

গতকাল রোববার (৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গুনারিতলা ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শেরপুরের গজনিতে পিকনিক শেষে ১১ জন যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস মাদারগঞ্জের আদারভিটা ইউনিয়নে ফিরছিল। পথে রাত সাড়ে ৯টার দিকে মাইক্রোবাসটি গুনারিতলা ইউনিয়নের ঝাড়কাটা নদীর গুনারিতলা ব্রিজ অতিক্রম করার সময় ধাক্কা লাগলে রেলিংটি ভেঙে গাড়িটি নদীতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক রুহুল আমিনের মৃত্যু হয়।

দুর্ঘটনার কথা ছড়িয়ে পড়লে স্থানীয় গ্রামবাসী ছুটে গিয়ে পানিতে ডুবে থাকা মাইক্রোবাস থেকে চালক রুহুল আমিনকে মৃত এবং ১১ জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে। নিহত রুহুল আমিনের বাড়ি উপজেলার আদারভিটা ইউনিয়নের বাজিতেরপাড়া গ্রামে।

খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা রাত ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মাইক্রোবাসটি উদ্ধার করে।

জামালপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক প্রাণনাথ সাহা দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

মন্তব্য করুন