ডাকসু নির্বাচনের সকল তথ্য : প্রার্থী সংখ্যা ও সার্বিক বিষয়

প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, মার্চ ৩, ২০১৯
ডাকসু নির্বাচনের সকল তথ্য

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। চূড়ান্ত তালিকা অনুযায়ী ডাকসু’র ২৫ টি পদের বিপরীতে লড়বেন মোট ২২৯ জন প্রার্থী

এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে লড়বেন ২১ প্রার্থী, সাধারণ সম্পাদক ( জিএস) পদে ১৪ ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৩ জন প্রার্থী।

এছাড়া প্রতিটি সম্পাদক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন যথাক্রমে:

স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ১১ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ৯ জন, কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক ৯ জন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ১১ জন, সাহিত্য সম্পাদক ৮ জন, সংস্কৃতি সম্পাদক ১২ জন, ক্রীড়া সম্পাদক ১১ জন, ছাত্র পরিবহন সম্পাদক ১০ জন, সমাজ সেবা সম্পাদক ১৪ জন। পাশাপাশি ১৩ টি সদস্য পদের বিপরীতে লড়বেন ৮৬ জন প্রার্থী।

এর আগে ২৭ ফেব্রুয়ারি খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছিল। সেখানে যারা বাদ পরেছিলেন তাদের মধ্যে যে ৫ জন প্রার্থীতা ফিরে পাওয়ার আবেদন করেছিলেন তারা সবাই প্রার্থীতা ফিরে পেয়েছেন।

ডাকসুর কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর, নির্বাচনকালীন প্রশাসনিক মনিটরিং সহ বেশ কিছু বিষয় নিয়ে ১৮ টি হলের প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকদের সাথে আগামীকাল (৪ মার্চ) সকাল ১১ টায় বৈঠক ডেকেছেন প্রধান রির্টানিং কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান।

আচরণ বিধিমালা :

  • কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী তার পক্ষে নির্বাচনের দিন ভোটকেন্দ্রে ভোটারদের আনা নেওয়ার জন্য কোন প্রকার যানবাহন ব্যবহার করতে পারবে না।
  • নির্বাচনের দিন শান্তি-শৃঙ্খলা রক্ষার সুবিধার্থে শুধুমাত্র চিফ রিটার্নিং অফিসার কর্তৃক অনুমোদিত যানবাহন চলাচল করতে পারবে।
  • নির্বাচনের দিন সকলেই ভোট কেন্দ্রে আসার ক্ষেত্রে সর্বোচ্চ বাই সাইকেল ও রিক্সা ব্যাবহার করতে পারব।

প্রচার প্রচারণা নিয়ম

  • নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে সকল প্রার্থী সমান অধিকার পাবেন।
  • প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার দিন থেকে নির্বাচন অনুষ্ঠানে ২৪ ঘন্টা পূর্ব পর্যন্ত প্রচার প্রচারণা করতে পারব।
  • প্রতিদিন প্রচারণার সময় সকাল ১০ টা থেকে রাত বারোটা পর্যন্তডাকসু হল সংসদ নির্বাচনের ভোটার প্রার্থী ব্যতীত কেউ।
  • কোন ভাবে কোন প্রার্থীর পক্ষে বা বিপক্ষে বিশ্ববিদ্যালয় এলাকায় প্রচারণা চালাতে পারবেন।

নির্বাচনী সভা সমাবেশ ও শোভাযাত্রা

  • কোন প্রার্থী তার পক্ষে সভা সমাবেশ করতে চাইলে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে করতে হবে।
  • সভা সমাবেশ করার অনুমতি ২৪ ঘন্টা পূর্বে নিতে হবে।
  • কোন জনসভার ক্ষেত্রে সড়কে যান চলাচল বিঘ্ন করা যাবে না এবং কোন মঞ্চ তৈরি করা যাবে না।
  • বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হয় এমন কিছু করা যাবে না ।
  • কোন ধর্মীয় উপাসনালয় নির্বাচনী প্রচারণা চালানো যাবে না ।
  • শুধুমাত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় সভা সমাবেশে মাইক ব্যবহার করা যাবে তবে তা কোনক্রমেই রাত ১১ টার পরে হতে পারবে না ।
  • প্রতিপক্ষের সভা-সমাবেশে বাধা সৃষ্টি করা যাবে না ।
  • প্রতিপক্ষের কোন কাজে বাধা দিলে রিটার্নিং অফিসার শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করবেন ।
  • নির্বাচনী প্রচারণায় কোন প্রার্থী সাদা কালো ছবি ব্যতীত পোস্টার করতে পারবে না ।
  • বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হল এলাকায় কোন স্থাপনা বা কোন স্থানে লিফলেট হ্যান্ডবিল লাগানো যাবে না ।
  • কোন প্রার্থীর পক্ষে কেহ দেয়াল রাইটিং করতে পারবে না ।
  • নির্বাচনী প্রচারণার উপলক্ষে কোন ধরনের আলোকসজ্জা করা যাবে না ।
  • নির্বাচনকে কেন্দ্র করে কোনো শিক্ষার্থী বা কোনো সংগঠন কাউকে  চাঁদা অনুদান ইত্যাদি দিতে পারবে না ।
  • নির্বাচন চলাকালে ভোটারদের কোন পানীয় বা খাদ্য পরিবেশন করা যাবে না ।
  • ভোটারদের কোনরূপ বকশিস দেয়া যাবে না ।
  • প্রার্থীর প্রতীক সম্বলিত কোন টি শার্ট জ্যাকেট বা ফতুয়া বা কোন ধরনের পোশাক ব্যবহার করা যাবে না ।
  • কেহ কোন ধরনের কোন উস্কানিমূলক বক্তব্য দিতে পারবে না ।

কোন ছেলে শিক্ষার্থী মেয়ে শিক্ষার্থীদের হলে বা মেয়ে শিক্ষার্থী ছেলে শিক্ষার্থীদের হলে নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে প্রবেশ করতে হলে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে প্রবেশ করতে পারবে ।

ভোটকেন্দ্রের নিয়ম

  • ভোট কেন্দ্রে নিজ নিজ বৈধ পরিচয় পত্র প্রদর্শন করে ভোট দিতে হবে ।
  • নির্বাচন কমিশনার কর্তৃক অনুমতি ছাড়া কেউ ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে না ।
  • গণমাধ্যমকর্মীরা ভোট কেন্দ্রে প্রবেশ করতে হলে রিটার্নিং অফিসার কর্তৃক ইস্যুকৃত পরিচয় পত্র দেখিয়ে নিতে হবে ।
  • ভোটকেন্দ্রে প্রবেশের পর মোবাইল ফোনে ইলেকট্রনিক যোগাযোগের মাধ্যম বন্ধ রাখতে হবে ।
  • বুথের অভ্যন্তরে কোন ডিভাইস ব্যবহার করা যাবে না কোনো ছবি তোলা যাবে না ।

মন্তব্য করুন