 
                                       
পাবলিক ভয়েস: হাটহাজারীর সরকারহাট এলাকায় সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে গড়ে তোলা ২০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
আজ রোববার (৩ মার্চ) সকাল ৯টায় হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিনের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত অভিযান পরিচালনা করে ৪ একর সরকারি জমি দখলমুক্ত করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫০ কোটি টাকা।
মো. রুহুল আমিন জানান, সকালে হাটহাজারী-খাগড়াছড়ি সড়কের সরকারহাট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়কের উভয় পাশে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে গড়ে তোলা প্রায় ২০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
তিনি বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরুর আগে নিজ দায়িত্বে মালামাল সরিয়ে নেওয়ার জন্য দখলদারদের নোটিশ দেওয়া হয়েছিল। নির্ধারিত সময় শেষে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২টি এস্কেভেটর নিয়ে ৫০ জন শ্রমিক কাজ করেছে।
সওজ, পুলিশ, ফায়ার সার্ভিস, ইউপি চেয়ারম্যান, সদস্যসহ স্থানীয় লোকজন উচ্ছেদ অভিযানে সহায়তা করেন বলে জানান মো. রুহুল আমিন।
 
		
