নামাজ পড়াতে যাওয়ার সময় ট্রাক্টরচাপায় ইমাম নিহত

প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, মার্চ ২, ২০১৯

পাবলিক ভয়েস: নওগাঁয় নামাজ পড়াতে যাওয়ার সময় ট্রাক্টরের চাপায় এক মসজিদের ইমাম নিহত হয়েছেন। তার নাম মুফতি ইয়ার উদ্দিন (৪৫)।

আজ শনিবার দুপুরে সদর উপজেলার নওগাঁ-রাজশাহী সড়কে হাঁপানিয়া বাজারে এ ঘটনা ঘটে। মুফতি ইয়ার উদ্দিন উপজেলার বর্ষাইল ইউনিয়নের ইসমাঈল হোসেনের ছেলে এবং হাঁপানিয়া বাজার মসজিদের ইমাম।

বিষয়টি নিশ্চিত করে সদর থানা পুলিশের ওসি আব্দুল হাই বলেন, জোহরের নামাজ পড়ানোর জন্য মুফতি ইয়ার উদ্দিন সাইকেল চালিয়ে হাঁপানিয়া বাজারের দিকে আসছিলেন। এ সময় হাঁপানিয়া বাজারে নওগাঁ-রাজশাহী সড়কে ওঠার সময় পেছন দিক থেকে আসা একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন