

শেখ নাসির উদ্দিন, খুলনা: আগামী ১০ মার্চ থেকে খুলনায় শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ১৮তম এ বাণিজ্য মেলা আয়োজন করছে খুলনা চেম্বার অব কমার্স। সার্বিক ব্যবস্থাপনায় থাকছে চামেলী ট্রেডার্স নামের একটি ফার্ম। খুলনা সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিতব্য এ মেলায় চলছে স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দের কাজ।
চামেলী ট্রেডার্সের স্বত্বাধিকারী মোঃ রাসেল মিয়া জানান, তারা মেলা পরিচালনার অনুমতি পেয়েছেন। ইতোমধ্যে স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দের জন্য দেশী-বিদেশী ব্যবসায়ীদের সাথে যোগাযোগ শুরু হয়েছে। আগ্রহী ব্যবসায়ীদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।
মেলায় দেড় শতাধিক স্টল ও প্যাভিলিয়ন থাকবে। পুরো মাঠের কাজ সম্পন্ন হতে চলেছে। এখানে ভারত, পাকিস্তান, চীন, থাইল্যান্ড, ইরান, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের খ্যাতনামা ব্যবসায়ী প্রতিষ্ঠান অংশ গ্রহণ করবে। বিগত দিনেও তিনি একাধিকবার এ মেলার আসর সফল ভাবে সম্পন্ন করেছেন। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার মেলাকে আরো আকর্ষণীয় করে তোলা হবে বলে তিনি জানান।
চেম্বার অব কমার্সের সভাপতি কাজী আমিনুল হক বলেন, আগামী ১০ মার্চ মেলা উদ্বোধন করার আশা রয়েছে। সেভাবেই প্রস্তুতি চলছে।