

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (ডাকসু) ২০১৯ এ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সমর্থিত পূর্ণাঙ্গ প্যানেল কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শেখ ফজলুল করীম মারুফ-এর অনুমোদনের মাধ্যমে প্রকাশ করা হয়।
ডাকসু নির্বাচনে ভিপি পদে এস এম আতায়ে রাব্বী ও জিএস পদে মাহমুদুল হাসান এবং এজিএস পদে এইচ এম শরিয়ত উল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন ইশা ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি।
গত ২৭ ফেব্রুয়ারি’১৯ ইং ডাকসুর ওয়েবসাইটে প্রকাশিত বৈধ প্রার্থীদের তালিকায় ইশা ছাত্র আন্দোলন সমর্থিত প্যানেলের ২৫ জনের প্রার্থিতাই বৈধ ঘোষণা করা হয়। ইশা ছাত্র আন্দোলন সমর্থিত প্যানেলে তিনজন ছাত্রীও প্রতিদ্বন্দ্বিতা করবেন।
উল্লেখ্য সংবাদ সম্মেলনের মাধ্যমে ইশা ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ ডাকসুতে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন-২০১৯ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সমর্থিত আতায়ে রাব্বি-মাহমুদুল হাসান-শরীয়াতউল্লাহ প্যানেলের পূর্নাঙ্গ তালিকা ;
সহ-সভাপতি : এস. এম. আতায়ে রাব্বী। সাধারণ সম্পাদক : মাহমুদুল হাসান। সহ-সাধারণ সম্পাদক : এইচ. এম. শরীয়ত উল্লাহ। স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক : শফিকুল ইসলাম। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক : মাহমুদুল হাসান। কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক : নাফিসা আক্তার। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক : তাওহীদুর রহমান। সাহিত্য সম্পাদক : শাহিন আলম। সংস্কৃতি সম্পাদক : মো. আল আমিন। ক্রীড়া সম্পাদক : তামান্না তাসনিম। ছাত্র পরিবহন সম্পাদক : জামাল উদ্দিন মুহাম্মাদ খালিদ। সমাজ সেবা সম্পাদক : কবির হোসেন।
সদস্য : আমিরুল ইসলাম। সদস্য : ফাতেমা আক্তার। সদস্য : শরিফুল ইসলাম। সদস্য : ওয়াসিক বিল্লাহ। সদস্য : মুহা. হাফিজুর রহমান। সদস্য : আব্দুর রহমান। সদস্য : ইয়াছিন আরাফাত। সদস্য : মুহাম্মাদ দেলওয়ার হোসেন। সদস্য : মুহা. ইয়ামিন। সদস্য : খাইরুল আহসান মারজান। সদস্য : রাশেদুল ইসলাম। সদস্য : মুহা. আব্দুল্লাহ আল মারুফ। সদস্য : মু.রুহুল আমিন।
প্রসঙ্গত : প্রায় ২৮ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১১ মার্চ। এদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ চলবে। প্রকাশিত ভোটার তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি আবাসিক হলের সঙ্গে সংযুক্ত ও অনাবাসিক মিলিয়ে মোট ৩৮ হাজার ৪৯৩ জন শিক্ষার্থীর তথ্য রয়েছে। এর মধ্যে ১৪ হাজার ৫০৯ জন নারী শিক্ষার্থী ও ২৩ হাজার ৯৮৪ জন পুরুষ শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুকে এই তালিকা দেখা যাবে। ভোটাররা (আবাসিক ও অনাবাসিক) নিজ নিজ হলের ভোটকেন্দ্রে বৈধ পরিচয়পত্র দেখিয়ে ভোট দিতে পারবেন।
হলভিত্তিক ভোটার তালিকায় দেখা গেছে; সর্বোচ্চ ৩ হাজার ৯৮৪ জন ভোটার রয়েছেন শামসুন নাহার হলে। আর সর্বনিম্ন ভোটার অমর একুশে হলে, ১ হাজার ৪০৬ জন।
ঢাবি কর্তৃপক্ষের প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী, মেয়েদের হলগুলোর মধ্যে রোকেয়া হলে ভোটার সংখ্যা ৩ হাজার ৭১৮ জন, শামসুন নাহার হলে ৩ হাজার ৯৮৪ জন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব হলে ২ হাজার ২৫২ জন, বাংলাদেশ কুয়েক মৈত্রী হলে ১ হাজার ৯৬৯ জন ও কবি সুফিয়া কামাল হলে ৩ হাজার ৪৬০ জন।
অন্যদিকে, ছেলেদের হলগুলোর মধ্যে সলিমুল্লাহ মুসলিম হলে ভোটার সংখ্যা ২ হাজার ১৯৪ জন, জগন্নাথ হলে ২ হাজার ৫৫৯ জন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ২ হাজার ৪৬৫ জন, স্যার এ এফ রহমান হলে ১ হাজার ৪৬২ জন, হাজী মুহম্মদ মুহসীন হলে ১ হাজার ৮৮৪ জন, সূর্যসেন হলে ১ হাজার ৯০৭ জন, বিজয় একাত্তর হলে ৩ হাজার ২৫২ জন, কবি জসিম উদদীন হলে ১ হাজার ৫৪৭ জন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ২ হাজার ৬৫০ জন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ২ হাজার ৯০ জন, ড. মোহাম্মদ শহীদুল্লাহ হলে ২ হাজার ১৬ জন, ফজলুল হক মুসলিম হলে ২ হাজার ১৮৬ জন ও অমর একুশে হলে ১ হাজার ৪০৬জন।