চট্টগ্রামে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ

প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
প্রতীকী ছবি

পাবলিক ভয়েস: চট্টগ্রাম নগরীর হাজী মুহাম্মদ মহসিন কলেজে এইচএসসি এক পরীক্ষার্থীকে ধাক্কা দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী কলেজ শিক্ষার্থী মামুন সিভয়েসকে বলেন, কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার মাঠে সকাল সাড়ে ১০ টার দিকে সালাহ উদ্দীন গ্রুপের এক কর্মী এইচএসসি পরীক্ষার্থী ইমাদকে ধাক্কা দেয় কলেজ ছাত্রলীগ নেতা মিজান গ্রুপের কর্মিরা। এর সূত্র ধরে দুপুর পৌনে ১ টার দিকে দু’গ্রুপে সংঘর্ষ হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ নিজাম উদ্দীন। তিনি  বলেন, মহসিন কলেজে ছাত্রলীগের দু’গ্রুপ ধাক্কাধাক্কি কেন্দ্র করে সংঘর্ষ করতে চেয়েছিল। পুলিশ লাঠিচার্জ করে ঘটনা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে, এতে কেউ হতাহত হয়নি।

মন্তব্য করুন