ঈশ্বরদী জাতীয় গ্রিডের ট্রান্সফরমার বিস্ফোরণ

প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০১৯

পাবলিক ভয়েস: পাবনার ঈশ্বরদীর জয়নগরে বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির জাতীয় গ্রিডের ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে গ্রিড উপকেন্দ্রের ৫০/৭৫ এমভিএ ট্রান্সফরমারে আকস্মিকভাবে আগুন জ্বলে বিকট শব্দে বিস্ফোরণ হয়।

খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ আনে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে ফায়ার সার্ভিস ও হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন। তবে বিস্ফোরণের পর থেকে ঈশ্বরদী উপজেলা ও পার্শ্ববর্তী নাটেরের লালপুর উপজেলার সমগ্র বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদীর নির্বাহী প্রকৌশলী হাসিবুর রহমান বলেন, যে দুটি ট্রান্সফরমারের মাধ্যমে ঈশ্বরদী ও লালপুরে বিদ্যুৎ সরবরাহ করা হতো তারই একটিতে বিস্ফোরণ ঘটেছে। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনায় হতাহত বা অন্য কোনো ক্ষতি হয়নি।

অন্য আরেকটি ট্রান্সফরমার সচল করে বিদ্যুৎ সরবরাহের জন্য কাজ শুরু করা হয়েছে। বিকল্প ট্রান্সফরমার সচল করা সম্ভব না হলে ঈশ্বরদী ও লালপুরে বিদ্যুৎ সরবরাহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

এদিকে, বিস্ফোরণের ঘটনায় ঈশ্বরদী ইপিজেড, পাবনা সুগার মিল, আরহাজ টেক্সটাইল মিল, প্রাণ কোম্পানি, সিমেন্ট ফ্যাক্টরি, একাধিক ফ্লাওয়ার মিল, ফিড মিলসহ প্রায় আট শতাধিক অটো ও হাসকিং চাল কলের উতপাদন বন্ধ রয়েছে।

মন্তব্য করুন