খুলনায় মুক্তিযোদ্ধার ছেলের আত্মহত্যা

প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০১৯

শেখ নাসির উদ্দিন, খুলনা: খুলনায় মুক্তিযোদ্ধার ছেলে মনির ফয়সাল শুভ (২২) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মৃত ফয়সাল জেলা আ.লীগ নেতা মুক্তিযোদ্ধা মজিদ ফকিরের ছেলে।

আজ মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সকালে জেলার রূপসা উপজেলার সামন্তসেনা গ্রামের নিজ ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে ফয়সালের মা ঘরের বাইরে থেকে ডাকাডাকি করতে থাকে। কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ না পাওয়ায় দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করেন। পরে বৈদ্যুতিক পাখার সাথে গামছা পেঁচানো অবস্থায় মনিরকে ঝুলতে দেখেন তারা। রাতের কোন এক সময় তিনি আত্মহত্যা করেছেন।

রূপসা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সে একজন মুক্তেযোদ্ধার ছেলে। কোন অভিমানে বা কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।

মন্তব্য করুন