খুলনায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৩

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার।

শেখ নাসির উদ্দিন, খুলনা: খুলনার ফুলতলা উপজেলায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকার সংঘর্ষে দুই চিকিৎসকসহ তিনজন নিহত হয়েছেন।

আজ সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার বেজেরডাঙ্গা ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ডা. শাহাদাত হোসেন, ডা. মোয়াজ্জেম হোসেন ও প্রাইভেটকার চালক জাহাঙ্গীর হোসেন।

জানা যায়, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা গড়াই পরিবহন ও খুলনাগামী একটি প্রাইভেটকারের সংঘর্ষে দুই চিকিৎসক এবং  প্রাইভেটকারচালকসহ তিনজন নিহত হয়েছেন।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন