এক মাসের মধ্যে কেমিক্যাল গোডাউন অপসারণ : সাঈদ খোকন

প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০১৯

পাবলিক ভয়েস: একমাসের মধ্যে আবাসিক এলাকার সকল গোডাউন সরানোর নির্দেশ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। সকালে রাজধানীর নগরভবনে কেমিক্যাল কারখানা স্থানান্তর বিষয়ে বৈঠক শেষে এ কথা জানান দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। এছাড়াও দ্রুত কেমিক্যাল কারখানাগুলো ঢাকার বাইরে স্থানান্তরের পরামর্শ দেন বক্তারা।

গত কয়েকবছর যাবত পুরাণ ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আগুনে প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে মালামালসহ অনেল ক্ষতি হয়েছে। সর্বশেষ পুরান ঢাকায় কেমিক্যাল গোডাউনে আগুন লেগে মারা যায় ৬৭ জন।

কেমিক্যাল গোডাউন অপসারণে সরকার অনেকবার ব্যবস্থা নিলেও তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এ উপলক্ষে সকালে নগর ভবনে কেমিক্যাল গোডাউন স্থানান্তর বিষয়ে বৈঠকের আয়োজন করে ঢাকা দক্ষিন সিটি করপোরেশন। এতে কেমিক্যাল কারখানা মালিক, বিভিন্ন অধিদপ্তর, আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিলেন। দ্রুততম সময়ে ঢাকার বাইরে আলাদা জোন করে কেমিক্যাল পল্লী নিয়ে যাওয়ার পরামর্শ দেন তারা।

এদিকে আবাসিক এলাকা থেকে কেমিক্যাল গোডাউন অপসারণে দুইস্তর বিশিষ্ঠ টাস্কফোর্স গঠন করতে যাচ্ছে ঢাকা দক্ষিন সিটি করপোরেশন। আগামী ২৮ ফেব্রুয়ারী থেকে টাস্কফোর্স অন গ্রাউণ্ডে কাজ শুরু করবে বলে জানান মেয়র।

এছাড়াও ১৫ টি ওয়ার্ডকে ঝুকিপূর্ণ ওয়ার্ড হিসাবে চিহ্নিত করা হয়েছে বলেও জানান দক্ষিণের মেয়র।

মন্তব্য করুন