কামরাঙ্গীরচরে হেলে পড়েছে পাঁচতলা ভবন

প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০১৯

পাবলিক ভয়েস: পুরান ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় একটি পাঁচতলা ভবন হেলে পড়েছে। ভবনটি থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। তবে এ ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর জানিয়েছে আজ সোমবার দুপুর ১২টা ৪৩ মিনিটে হাজারীবাগ থানার অন্তর্ভুক্ত কামরাঙ্গীরের ৫৬ নম্বর ওয়ার্ডের একটি ভবন হেলে পড়ে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে ২টি ইউনিট পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জরুরি সেবা ‘৯৯৯’ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে দুইটি ইউনিট গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা সবাইকে নিরাপদে সরিয়ে নিয়ে ভবনটি খালি করার চেষ্টা করছেন।

মন্তব্য করুন